AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে দুই আ’লীগ নেতার শোকাহত পরিবারের পাশে এমপি এহিয়া

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৯ - ২০১৪ | ১২: ৩৪ পূর্বাহ্ণ

mp ahia photo

mp-ahia-photo-300x175বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সদ্য প্রয়াত বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ২ নেতার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজ নেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক সদ্য প্রয়াত হাজি মনু মিয়ার জানাইয়া গ্রাম ও হাজি ইসকন্দর আলীর সেনারগাঁও এর গ্রামের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খবর নেয়ার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানান। সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী মরহুমদ্বয়ের কবর জিয়ারত করেন। এসময় তাঁর সাথে ছিলেন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজি সিতাব আলী, সাবেক সভাপতি আরশ আলী বাবলু, সিলেট জেলা জাপার সদস্য রফিকুল আলম লালু, সাবেক চেয়ারম্যান মররফ হোসেন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মনোহর আলী, এ.কে.এম. দুলাল, আবদুল হান্নান, আশরাফ আলী, আবুল খয়ের মেম্বার, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, জাপা নেতা রমজান আলী, আজাদ মিয়া, আনোয়ার হোসেন, শাহিন আহমদ, উম্মর আলী, বাদশা মিয়া, সালেহ আহমদ তোতা, নূর মিয়া মেম্বার, সফিক আহমদ পিয়া।

আরো সংবাদ