Search
Close this search box.

আবারও কারাগারে সিলেট মহানগর জামায়াতের আমির জুবায়ের

Facebook
Twitter
WhatsApp

20140807142257পুলিশের উপর হামলা ও বিস্ফোরক ফোটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় আবারও সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের জামিন আবেদন  নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জুবায়ের। মহানগর হাকিম প্রথম আদলাতের বিচারক মো. সাহেদুল করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসংগত , গত ২২ জুলাই সন্ধ্যার পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর জিন্দাবাজারে মিছিল বের করে শিবির। ওই মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়। পরে শিবির নেতাকর্মীরা ককটেল ফুটাতে ফুটাতে বারুতখানার দিকে চলে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা (নং ২৭/৪, পরবর্তীতে জিআর ১৮৬/১৪) দায়ের করা হয়। জুবায়ের উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারপতি নিম্ন আদালতে জামিন চাওয়ার নির্দেশ দেন। তিনি উচ্চ আদালতের নির্দেশে ওই মামলায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর হাকিম প্রথম আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।মহানগর হাকিম প্রথম আদালতে জামিন নামঞ্জুর হওয়ার এক ঘন্টাপর এডভোকেট জুবায়ের  মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আগামী রোববার আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন। এরপর জুবায়েরকে কারাগারে প্রেরণ করা হয়।

মহানগর জামায়াতের আমির এডভোকেট জুবায়ের তার উপর দায়েরকৃত মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিবির মিছিল করে। শিবিরের মিছিলে আমি থাকার প্রশ্নই উঠে না। এরপরও আমাকে আসামি করা হয়েছে।

মহানগর দায়রা জজ আদালতের এপিপি মফুর আলী  বলেন, জুবায়েরের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক আগামী  রোববার শুনানির তারিখ নির্ধারণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত