স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুঠ ॥ ডাকাতদের হামলায় আহত ৪
বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পুর্ব জানাইয়া গ্রামের (বাগান বাড়ি) ব্যবসায়ী আকবর হোসেন কিসমত এর বাড়িতে এ ঘটনাটি ঘটে। এসময় ডাকালদল স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী কিসমত সহ ৪জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, থানা পুলিশ ঘটনাটি ডাকাতি নয়, সাজানো বলে দাবি করছে।
ব্যবসায়ী আকবর হোসেন কিসমত সাংবাদিকদের জানান, সোমবার দিবরাগত রাতে তিনি ও পরিবারের সকল সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টায় বাড়ির বাউন্ডারীর গেইটের তালা ভেঙ্গে ১০/১২ জনের মুখোশদারী ও হাফপ্যান্ট পড়া একদল ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাতদল তৈল জাতীয় এক ধরনে মেডিসিন ব্যবহার করে ঘরের সামনের প্রধান কেসি গেটের তালা ভেঙ্গে ভেতর প্রবেশ করে। এসময় ডাকাতরা ব্যবসায়ী কিসমত এর হাত-পা বেঁধে ফেলে ও পরিবারের অন্য সদস্যদের দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে মারধর করে। এবং পরিবারের লোকজনকে জিম্মি করে ঘরে থাকা নগদ ১লাখ ১০ হাজার টাকা, ৯ ভরি সোনা, ৫ভরি রোপা, পাঁচটি মোবাইল সেটসহ প্রায় ৭লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় কিসমত’সহ আহত হয়েছেন ৪জন। বাকি আহতরা হলেন, কিসমতের মা জুবেদা বেগম (৯০), তার দোকানের ম্যানেজার মাসুক মিয়া (২২) ও কাজের মেয়ে সালমা বেগম (১৬)। এঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
এব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন বিন্দুমাত্রও আলামত পাওয়া যায়নি। এটি একটি পরিপল্পিত সাজানো ঘটনা বলে তিনি দাবি করেন।