AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আ’লীগ নেতা ফিরোজ আলীর বাসায় হামলার অভিযোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৪ - ২০১৪ | ১: ১৩ পূর্বাহ্ণ

Pic00

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এইচ এম ফিরোজ আলীর বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১১টায় উপজেলা সদরের বিশ্বনাথ-খাজাঞ্চী রোডে তার বাসায় এই ঘটনাটি ঘটেছে।
ফিরোজ আলী জানান, বুধবার রাত ১১টায় ৪ জন লোক হঠাৎ তার বাসার দরজায় নক করলে তিনি কারণ জিজ্ঞেস করেন। এসময় অজ্ঞাতনামা লোকজন উপজেলার দশপাইকা থেকে এসেছেন একটি নিউজ এর ব্যাপারে তার সাথে আলাপ করতে। এসময় তিনি তাদেরকে বাসার ভিতরে প্রবেশ করার কথা বললে তারা ভিতরে প্রবেশ না করে ফিরোজ আলীকে বাহিরে বের হওয়ার কথা বলে। তাদের কথায় তিনি বাইরে বের হয়ে দেখতে পান আরো ৫-৬ জন লোক অস্ত্র হাতে দাড়িয়ে আছে। তিনি কিছু বুঝার আগেই তার উপর দাড়িয়ে থাকা অজ্ঞাতনামা লোকজন হামলার চেষ্ঠা করে। তিনি দৌড়ে ভিতরে প্রবেশ করলে হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করতে তাকে। এসময় তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে ২জনের মুখোশ পড়া ছিল। এঘটনার জন্য তিনি সাকেব সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতারকে দায়ী করে বলেন, উপজেলা আ’লীগ থেকে পদত্যাগকারী নেতৃবৃন্দের উদ্যোগে গত মঙ্গলবার আয়োজিত ইফতার মাহফিলকে কেন্দ্র করেই তার বাসায় এ হামলা চালানো হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানিয়েছেন বলে জানান।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ও সাজানো দাবি করে বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’কে বলেন, এইচ এম ফিরোজ আলী উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও প্রজাতন্ত্রের এজন কর্মচারী। ফলে তার সাথে আমার কোন বিরোধ নেই। তিনি বলেন, ফিরোজ আলী’র আচার-আচরণে বিশ্বনাথের মানুষ বিক্ষোব্ধ এটা আমি জানি। তার বাসায় যদি সত্যিই হামলা হয়ে থাকে তাহলে আমি খুবই উদ্বিগ্ন।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, ফিরোজ আলী আমাকে মুঠোফোনে বলেছেন রাতে তার বাসায় কিছু অজ্ঞাতনামা লোক এসেছিল। তাদের আচরণ তার কাছে সন্ধেহজনক হওয়ায় তিনি নাকি ঐ লোকদেরকে ধাওয়া করেছিলেন। ফলে তারা পালিয়ে গেছে। তবে বাসায় হামলা হয়েছে বলে ফিরোজ আলী আমাকে বলেননি।

আরো সংবাদ