AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সড়কের উপর উন্মুক্ত টয়লেটের ময়লা আবর্জনা : জনদুর্ভোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৫ - ২০১৪ | ৪: ৪৩ অপরাহ্ণ

RAJNOGOR MOYLA

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ থেকে অলংকারী পনাউল্লাবাজার হয়ে সিলেট পর্যন্ত বাইপাস সড়কটি যানজটমুক্ত ও নিরাপদ হওয়ায় প্রতিদিন অগণিত যানবাহন চলছে ওই রুট দিয়ে। অন্যান্য রুডের চেয়ে এ রোড দিয়ে প্রায় দেড় দুই কিলোমিটার কম হওয়ায় এবং রাস্তা ভালো হওয়ায় বিশ্বনাথ থেকে সিলেটে পৌছতে সময়ও লাগে কম। তাই প্রতিদিন অগণিত যানবাহন ওই রোড দিয়ে চলাচল করে।

কিন্তু উপজেলা সদরের অদুরে রাজনগর গ্রামের মশর আলীর বাড়ীর কাছে কয়েকটি বাড়ীর ময়লা আবর্জনা উন্মুক্ত টয়লেটের পানি জমে সাধারন মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। এর নিকটেই রাজনগর জামে মসজিদ। মসজিদে যেতে ও সাধারন পথচারিদের চলাচল করতে কাপড় চোপড় দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ভরে অপবিত্র হয়ে যাচ্ছে। এতে সাধারন মানুষের মনে ক্ষোভের অন্ত নেই। এলাকার জনপ্রতিনিধিরা ও প্রশাসন এসব দেখেও যেন না দেখার ভান করছেন। এলাকার বেশ কয়েকজন মুরব্বী ক্ষোভের সাথে জানালেন ভোটের সময় বাড়ী বাড়ী এসে তারা ভোট ভিক্ষা চান। ভোটের পরে জনসাধরনের দুঃখ দুর্দশা দেখার যেন প্রয়োজন নেই তাদের। একটি অতি গুরুত্বপুর্ণ রোড যা সিলেট শহর পর্যন্ত বিস্তৃত সেই রোডের একটি জায়গায় সামান্য বৃষ্টি হলেই টয়লেটের ময়লা পানিতে একাকার হয়ে যায় অথছ তারা কানে তুলো দিয়ে বসে আছেন এর চেয়ে দুঃখজন বিষয় আর হতে পারেনা। সরেজমিন অনুসন্ধানে দেখা যায় উক্ত স্থানে ব্যাপক ঘনবসতি থাকায় সরকারী রোডের জায়গা দখল করেও গৃহ নির্মান ও দেয়াল নির্মাণ করে রাস্তাকে সংকুচিত করে দেয়া হয়েছে। এছাড়া পরস্পরের মধ্যে ব্যক্তিগত রেষারেষি থাকায় একজন অপরজনের বাড়ীর পানি নিস্কাষনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে বাড়ীর পানি ড্রেন ময়লা আবর্জনা ও খুলা টয়লেটের পানি একাকার হয়ে রাস্তার উপর জমে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রোডের উপর যেন নদীর মতো দেখা যায়। এছাড়া রোডটির উভয় সাইট অবৈধ দখলের মাধ্যমে সংকুচিত করে ফেলায় সেখানে অহরহ দুর্ঘটনাও ঘটছে। রোডস কর্তৃপক্ষ দ্রুত ব্যবসস্থা না নিলে ভুক্তভোগী এলাকার জনসাধারন রাস্তার উপর পানিতে প্রতিকি পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রতিবাদ ও মানববন্ধনের মতো কর্মসূচি প্রদানে বাধ্য হবেন বলে জানালেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

আরো সংবাদ