AM-ACCOUNTANCY-SERVICES-BBB

৫০ হাজার টাকার বিনিময়ে নৈশ্যপ্রহরীকে খুন করি- আদালতে মোফাজ্জল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৯ - ২০১৪ | ৫: ২৬ অপরাহ্ণ

10516852_668866016533713_5176673608460905305_n

তজম্মুল আলী রাজু : ৫০ হাজার টাকায় চুক্তি করে আব্দুল মতিন খান কে হত্যা করে মোফাজ্জল হোসেন। আজ বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে হত্যা মামলার প্রধান আসামী মোফাজ্বল হোসেন বলেন। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের জগতপুর গ্রামের মুসলিম আলী উরফে কানা মুসলিমের পুত্র।
আদালতে কার্যবিধি ১৬৪ ধারা জবানবন্দিতে মোফাজ্জল হোসেন বলেন, সুন্দর আলী, সুরুজ আলী, সহোদরদ্বয়ের মামা মৃত মন্তাজ আলী মজবাহুল উলুম দাখিল মাদ্রাসার নামে জমি দান করে। উক্ত জমি কৌশলে ফিরিয়ে নেয়ার উদ্দেশ্যে তারা মাদ্রাসা থেকে দলিল চুরি করে আনার জন্য মোফাজ্জল হোসেন কে ৫০ হাজার টাকা চুক্তি করে এ হত্যাকান্ড ঘটায় বলে মোফাজ্জল হোসেনের স্বীকারোক্তিতে প্রকাশ পেয়েছে। মোফাজ্জল হোসেন বলেন, জগতপুর গ্রামের সুন্দর আলী, সুরুজ আলীদের প্ররোচনা/সহায়তায় এবং তাদের প্রদত্ত একটি চুরি দ্বারা নৈশ্যপ্রহরী আব্দুল মতিন খান (৪৫) কে ঘটনার রাতে হত্যা করার কথা স্বীকার করে। আসামীকে গতকাল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, নৈশ্যপ্রহরী হত্যা মামলার প্রধান আসামী কে গ্রেফতার করা হয়েছে। আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকার করেছে কিভাবে হত্যাকান্ড’র ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, গত ১৮ জুন দিবাগত রাতে বিশ্বনাথের কাহিরঘাট এর মেজবাহুল উলুম দাখিল মাদ্রাসার নৈশ্যপ্রহরী আব্দুল মতিন খান (৪৫) কে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামী মোফাজ্জল হোসেন কে ৮ জুলাই মামলার তদন্তকারী এসআই মো. টিপু সুলতান একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ