AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৯ - ২০১৪ | ২: ৩৫ অপরাহ্ণ

P1000086

P1000086বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিনের সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন- রহমত, মাগফিরাত ও নাযাতের সওগাত নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে মাহে রমযান। সঠিকভাবে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের পাশবিকতা ভস্মীভূত হবে, আর আমরা হয়ে উঠব মানবতার কল্যাণে নিবেদিত পূর্ণ মানুষ। এটাই রোযার মূল লক্ষ্য।  আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার সেই কাঙ্খিত মানে উন্নিত করুন, এই রমাদানে তাকওয়া বৃদ্ধির জন্য বেশী বেশী করে আল কুরআনকে জানার জন্য সকলের প্রতি আহবান জানান।
গত৮ জুলাই মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা সদরে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক প্রায় তিন শতাধিক বিভিন্ন পেশার শ্রমিকদের সম্মানে আয়োজিত মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা সহকারী সেক্রেটারী আমজাদ হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, নিজাম উদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, সেক্রেটারী এইচ এম আখতার ফারুক, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাস উর রহমান ও আলা উদ্দিন। উপস্থিত ছিলেন বিশ্বনাথের বিশিষ্ট মুরব্বী ও ব্যবসায়ী আলহাজ্ব আবুল খয়ের, উপজেলা ফেডারেশনের সহসভাপতি শুয়াইবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়নের মেম্বার আব্দুস সোবহান, মেম্বার নুর মিয়া, শ্রমিকনেতা কামরুল ইসলাম দুলাল, সৈয়দ সেবুল আহমদ প্রমূখ।

Aminul Haque scaled