AM-ACCOUNTANCY-SERVICES-BBB

খালেদা জিয়া-সুষমা স্বরাজ বৈঠক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৭ - ২০১৪ | ৭: ১৮ পূর্বাহ্ণ

49689_Khaleda-Shushama
ঢাকা : ভারতের বর্তমান সরকার বাংলাদেশে বিশেষ কোনো দল নয়, জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায় বলে জানিয়েছেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
আজ শুক্রবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক শেষে সংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়।
শমসের মবিন চৌধুরী বলেন, সংবাদ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সরকার চায়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হোক। তবে ভারতের বর্তমান সরকার বিশেষ কোনো দল নয় বরং বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় বলেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আগ্রহে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া ভারতের নতুন সরকারকে পুনরায় অভিনন্দন জানিয়েছেন। একই সাথে সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ঐকমত্য গড়ে তুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তাকে স্বাগত জানান।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শমসের মবিন চৌধুরী।
বাংলাদেশে ৫ জানুয়ারি নির্বাচন এবং মধ্যবর্তী নির্বাচন বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপি চেয়ারপারসনের কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা হোটেলে পৌঁছান।
সকালে এ বৈঠকের আগে সুষমা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।
প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে বুধবার ঢাকা আসেন ভারতের নবনির্বাচিত বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি ২৭ জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও হোটেল সোনারগাঁওয়ে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে সুষমা স্বরাজ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে বৈঠক করতে সংসদ ভবন যান।
দুপুর সাড়ে ১২টার দিকে সুষমা স্বরাজ ঢাকা ত্যাগ করবেন।

আরো সংবাদ