বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরীতে ডাকা আধাবেলা হরতাল শেষ হয়েছে। হরতাল চলাকালেগাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৯টায় পাঠানটুলা লতিফ মঞ্জিলের সামনে থেকে তারা্একটি মিছিল বের করে এসময় তারা মদিনা মার্কেট এলাকায় ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। কয়েকটি পটকা ফাটিয়ে আতঙ্ক ছড়ায়।
আজ সোমবার সকাল ৬টা থেকে জামায়াতের ডাকা হরতাল শুরু হয়। কিছু কিছু রিকশা ও টমটম চলাচল করে, বড় বড় মার্কেট দোকানপাট ছিল বন্ধ থাকলেও কিছু কিছু দোকানপাট খোলা থাকে।
সকাল সাড়ে ৯টার দিকে পাঠানটুলা লতিফ মঞ্জিলের সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি মদিনা মার্কেট যাওয়ার পর গাড়ি ভাঙচুর শুর করে হরতাল সমর্থকরা এসময় সিএনজি অটোরিকশা, টমটম ও লেগুনা রিকশাসহ ৭/৮গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।