AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে ভঙ্গ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৫ - ২০১৯ | ১০: ৪১ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে ভঙ্গ করা হয়েছে। শুক্রবার (৫এপ্রিল) উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে এই বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিল। বাল্যবিয়ে ভঙ্গের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার এসআই মো. আফতাবউজ্জামান রিগ্যান।
তিনি জানান- খাজাঞ্চীগাঁও গ্রামের হতদরিদ্র কৃষক কয়ছর খানের ১৭ বছর বয়সী কিশোরী কন্যা সুফিয়া খানম এর সাথে ফেঞ্চুগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৩৫) নামের এক ব্যক্তি বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার কয়ছর খান তার নিজ বাড়িতে মেয়ের এই আয়োজন করেন। কিন্ত বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বরযাত্রী আসার পূর্বেই বিয়ে বাড়িতে উপস্থিত হন বিশ্বনাথ থানার এসআই মো. আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ। এসময় কনের জন্মনিবন্ধন দেখতে চাইলে প্রথমে পরিবারের পক্ষ থেকে একটি জাল নিবন্ধন কার্ড দেখানো হয়। সেই কার্ডে সুফিয়া খানমের বয়স রয়েছে ৩/৪/২০০০ইংরেজী। এরপর সঠিক জন্মনিবন্ধন কার্ডটি দেখাতে পুলিশ চাপ প্রয়োগ করলে একপর্যায়ে সেই কার্ডটি বের করা হয়। ওই জন্মনিবন্ধনে দেখা যায় মেয়েটির সঠিক জন্ম তারিখ রয়েছে ৩/৪/২০০২ইংরেজী। এরপর পুলিশের নির্দেশে ভঙ্গ করা হয় বাল্যবিয়ে। এসময় মেয়েটিকে বাল্যবিয়ে দিবেন না বলে তার পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি করা হলে থানা পুলিশেকে লিখিত অঙ্গিকারনামা প্রদান করেন স্থানীয় ইউপি সদস্য গয়াছ উদ্দিন খান।

আরো সংবাদ