নাগরিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বিশ্বনাথে ‘একান্নর জাগরণ’-এর প্রশিক্ষণ

Ayas-ali-Advertise
নাগরিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বিশ্বনাথে ‘একান্নর জাগরণ’-এর প্রশিক্ষণ
নাগরিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বিশ্বনাথে ‘একান্নর জাগরণ’-এর প্রশিক্ষণ।
নাগরিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বিশ্বনাথে ‘একান্নর জাগরণ’-এর প্রশিক্ষণ
নাগরিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বিশ্বনাথে ‘একান্নর জাগরণ’-এর প্রশিক্ষণ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে নারী ও যুব সমাজের অংশগ্রহণে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘একান্নর জাগরণ’ প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে নারী ও তরুণ প্রজন্মের নাগরিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা বিআরডিবি হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম বিকেল পর্যন্ত চলে।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘একান্নর জাগরণ’ প্রজেক্টের সিলেট-২ আসনের ট্রেইনার অনিদিতা কর ও মাহবুবুর রহমান মেহরাব। তারা নাগরিক অধিকার, ভোটার শিক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, সংগঠক হোসাইন আহমদ শাহীন, ইউপি সদস্য সফিক আহমদ পিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, শিক্ষক আনহার আলী, সংগঠক তাজুল ইসলাম, পারভীন বেগম, ইছহাক আহমদ, আক্তার হোসাইন, শাহদাত বিন হোসাইন, আছাব উদ্দিন, সাইফুল আলম, শিমুল, সাবুল ইসলাম, হাছিনা বেগম, হাজেরা বেগম ও সুজন ইসলামসহ আরও অনেকে।

প্রশিক্ষণ শেষে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নারী ও যুবকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘একান্নর জাগরণ’-এর এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪