সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি দিয়ে ফেক আইডি তৈরি করে তাতে আপত্তিকর পোস্ট করার অভিযোগ তুলে বিশ্বনাথ থানায় নালিশ করেছেন ফাহিম উদ্দিন নামের এক যুবক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে লিখিতভাবে এ নালিশ করেন। ফাহিম অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামের মাসুক মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে ‘তাজা খবর’ নামক একটি ফেসবুক আইডি (যার প্রোফাইলে ব্যবহার করা হয়েছে ফাহিমের ছবি) থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, অজ্ঞাতনামা ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে তাকে সামাজিকভাবে হেয় করতে এসব করছে।
এই ঘটনায় ফাহিম নিজের নিরাপত্তা ও মানহানির প্রতিকার চেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
বিশ্বনাথ থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে বলে জানা গেছে।






