সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার দুই দিনব্যাপী ‘গৌরবের শতবর্ষ উদযাপন’ অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথমদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। শতবর্ষের এই মাইলফলক স্পর্শ করার মাহেন্দ্রক্ষণে দেশ-বিদেশ থেকে আসা প্রায় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে মাদ্রাসা ক্যাম্পাস এক আবেগঘন মহা-মিলনমেলায় পরিণত হয়।
সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শতাধিক রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, স্মৃতিচারণ, ইসলামি সংগীত এবং শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ‘আল-আযহার’-এর মোড়ক উন্মোচন। এছাড়া গুণীজনদের মরণোত্তর পদক প্রদান করা হয়।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম। বক্তব্যে তিনি বলেন, ‘আলিয়া মাদ্রাসার শিক্ষা একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এখানে পড়াশোনা করলে পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও দ্বীনি-সব ধরণের জ্ঞান অর্জন করা সম্ভব। আমরা নিজেরাও মাদ্রাসায় পড়ে আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হয়েছি। সন্তানদের মাদ্রাসায় পড়ান, ইনশাআল্লাহ তারা দুনিয়া ও পরকালে সম্মানিত হবে।’ তিনি আরও বলেন, ‘ইবনে সিনা বা ইমাম গাজ্জালীর মতো মনীষীরা জ্ঞান-বিজ্ঞানে যেমন দক্ষ ছিলেন, তেমনি কোরআনের হাফেজও ছিলেন। সমাজকে আলোকিত করতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’
বাংলাদেশ বেতারের উপস্থাপক মাসুম জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, প্রাক্তন শিক্ষক জমির উদ্দিন আনসারী, কামালবাজার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজামান চৌধুরী, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, লাউয়াই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সিরাজউদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, কামালবাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম সালেহিন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মাদ্রাসার ১৯৯৪ ব্যাচের ছাত্র ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি, ১৯৯৬ ব্যাচের ছাত্র শামছুল ইসলাম, ২০১৮ ব্যাচের ছাত্র আতাউর রহমান ও ২০২২ ব্যাচের ছাত্র হাসান আহমদ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নিঃসর্গ শিল্পীগোষ্ঠি।






