সিলেট-২ আসন: কেন বাতিল হলো ইলিয়াসপুত্র আবরারসহ দুই প্রার্থীর মনোনয়ন?

Ayas-ali-Advertise
সিলেট-২ আসন: কেন বাতিল হলো ইলিয়াসপুত্র আবরারসহ দুই প্রার্থীর মনোনয়ন?
এম ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াস।
সিলেট-২ আসন: কেন বাতিল হলো ইলিয়াসপুত্র আবরারসহ দুই প্রার্থীর মনোনয়ন?
এম ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াস।
Facebook
Twitter
WhatsApp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াসের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার দাখিল করা সমর্থন তালিকায় গুরুতর অনিয়ম ধরা পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আবরার ইলিয়াসের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া মোট ভোটারের এক শতাংশ সমর্থন স্বাক্ষরের মধ্যে উল্লেখযোগ্য অংশ ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। নির্বাচন বিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে দাখিল করা এই সমর্থন তালিকা সঠিক ও যাচাইযোগ্য না হলে মনোনয়ন বৈধ থাকে না।

এ ছাড়া যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, মো. আবরার ইলিয়াস বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। প্রবাসে অবস্থানের বিষয়টিও বিধি অনুযায়ী মনোনয়ন বাতিলের অন্যতম কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায়। প্রয়োজনীয় নথিতে অমিল থাকায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নও বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম আবরার ইলিয়াস ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, এম ইলিয়াস আলী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে গভীর রাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪