বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
শোকবার্তায় তিনি সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইরন মিয়া মেম্বার; ওসমানীনগর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনের পিতা চেরাগ আলী মেম্বার; সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন আহমদের পিতা ও বিএনপি নেতা তইমুস আলী এবং বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী ময়নুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






