সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান মতবিনিময় করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর অফিসকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ওসি গাজী মাহবুবুর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন। সেজন্য তিনি স্থানীয় সংবাদকর্মীসহ উপজেলাবাসির সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অংশ নেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম ও সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম ও সদস্য বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও সদস্য কামরুল হাসান প্রমুখ।






