বিশ্বনাথে ‘ফাইয়াজ শৌখিন গ্যালারী’র উদ্বোধন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ‘ফাইয়াজ শৌখিন গ্যালারী’র উদ্বোধন
বিশ্বনাথে ‘ফাইয়াজ শৌখিন গ্যালারী’র উদ্বোধন।
বিশ্বনাথে ‘ফাইয়াজ শৌখিন গ্যালারী’র উদ্বোধন
বিশ্বনাথে ‘ফাইয়াজ শৌখিন গ্যালারী’র উদ্বোধন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী ও নান্দনিক উপহার সামগ্রীর সমাহার নিয়ে উদ্বোধন হয়েছে ‘ফাইয়াজ শৌখিন গ্যালারী’। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পৌর শহরের আলহেরা শপিং সিটির নিচতলার ১৩৫ নম্বর দোকানে ফিতা কেটে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

গ্যালারির স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী ও সাংবাদিক মো. মিছবাহ উদ্দিন এ শোরুমটি প্রতিষ্ঠা করেন। এখানে মাটির হাঁড়ি-পাতিল, থালাবাসন, পাট ও বেতের তৈরি বিভিন্ন পণ্য, বাঁশের সামগ্রীসহ দেশি-বিদেশি শোপিস পাওয়া যাবে। ক্রেতাদের জন্য স্বল্প মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন তরুণ উদ্যোক্তা ইমাদুল ইসলাম রাজু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, রোহেল উদ্দিন, সালেহ আহমদ সাকী, সুজিত দে, সমুজ আহমদ সায়মন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোবাশ্বির আলী, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, মারুফ খান, রফিজ আলী, আল আমিন, সাইম মিয়া ও হাফিজ ইমরান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে মিলাদ পরিচালনা করেন সংগঠক আশরাফ উল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন আলহেরা মার্কেট মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ।

ঈদুল ফিতর উপলক্ষে গ্যালারিতে বিশেষ ছাড়ের পাশাপাশি, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং বিশ্বনাথ আউটলেটে নতুন অ্যাকাউন্ট খুললেই ফ্রি গিফটের সুযোগ রেখেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মিছবাহ উদ্দিন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪