বিশ্বনাথে রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা
সভাপতি মো. আজাদ নুর ও সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ।
বিশ্বনাথে রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা
সভাপতি মো. আজাদ নুর ও সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ।
Facebook
Twitter
WhatsApp

সামাজিক উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গরিব-অসহায় বিবাহযোগ্য মেয়েদের জন্য নগদ সহায়তা, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদান, প্রবাসীদের উন্নয়নসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৭ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রামপাশা জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- আশরাফ আলী (যুক্তরাজ্য), মাস্টার দিলাল আহমদ (সৌদি আরব), এম আজিজুর রহমান (যুক্তরাজ্য), ফরিদ আহমদ ফুল মিয়া (যুক্তরাজ্য)।

পৃষ্ঠপোষক হিসেবে আছেন- মোস্তফা মিয়া (সৌদি আরব), মো. আব্দুস সোফান (মালেশিয়া), নুর আলম (যুক্তরাজ্য), আব্দুল মালিক (সৌদি আরব), মাওলানা সৈয়দ মুছলেহ উদ্দিন ময়না (বাংলাদেশ), চন্দন মিয়া (সৌদি আরব), জহুর আলম (যুক্তরাজ্য)।

নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি মো. আজাদ নুর (দুবাই), সহসভাপতি তসবির আলী শাহ (কাতার), মো. আবুল হোসেন (পর্তুগাল), জুবায়ের আহমদ (ইতালি), উজ্জল আহমদ (ইরান), মো. হাবিবুর রহমান (কাতার), মো. মঞ্জুর আলম (বাহরাইন), সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ (কাতার), সহসাধারণ সম্পাদক মো. লিটন মিয়া (বাংলাদেশ), মো. সুনু মিয়া (বাহরাইন), মো. মন্তাজ আলী (দুবাই), মো. মেহরাব মিজান (দুবাই), মো. রাজু আহমদ (যুক্তরাজ্য), সাংগঠনিক সম্পাদক মো. রুমন আহমদ (সৌদি আরব), সহসাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (বাহরাইন), রুমেল মিয়া (বাহরাইন), আব্দুস সামাদ (সৌদি আরব), অর্থ সম্পাদক মাওলানা শাহিন আহমদ (বাংলাদেশ), সহঅর্থ সম্পাদক মো. ছাইফুল ইসলাম (বাংলাদেশ), ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকির আহমদ (বাংলাদেশ), প্রচার সম্পাদক শামীম আহমদ (দুবাই), সহপ্রচার সম্পাদক ইমরান আহমদ (সৌদি আরব), সমাজ সেবা বিষয়ক সম্পাদক মারুফ মিয়া (দুবাই), সহসমাজ সেবা বিষয়ক সম্পাদক সাজ্জাদ খাঁন (দুবাই), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ বদরুল কোকিল (বাংলাদেশ), সহআন্তর্জাতিক সম্পাদক মো. আতিক হাসান (সৌদি আরব), শ্রম বিষয়ক সম্পাদক মো. মনসুর আহমদ (ওমান), সহশ্রম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নাঈম (বাংলাদেশ), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমীন (দুবাই), ছাত্র কল্যাণ সম্পাদক তাজুল ইসলাম (ওমান), ক্রিড়া বিষয়ক সম্পাদক আল-আমিন রিপন (ওমান), সহক্রিড়া বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কালু শাহ্ (দুবাই) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ (দুবাই), আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাজ আলম (বাংলাদেশ), দপ্তর সম্পাদক পারভেজ আহমদ (বাংলাদেশ), সহদপ্তর সম্পাদক আদিল মাহমুদ (বাংলাদেশ), শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সাফওয়ান আহমদ (যুক্তরাজ্য), সহশিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ (ওমান), কারিগরি বিষয়ক সম্পাদক মো. জামাল আহমদ তারু (দুবাই)।

সদস্যরা হলেন মো. হারিছ আলী, মাওলানা খাইরুল ইসলাম, আলম আহমদ ও মশাহিদ আলী কাজল (বাংলাদেশ), মো. সাইদুল ইসলাম ও মো. সাজিম আলী শামীম (দুবাই), নুরুল হক (বাংলাদেশ), মো. সেজুল মিয়া (দুবাই), আব্দুল মালিক (বাংলাদেশ), শফিকুল হক (দুবাই), আহমেদ শরীফ নুমান (যুক্তরাজ্য), রুবেল আহমদ (বাংলাদেশ), সাঈদ আহমদ রাজু (দুবাই)।

রামপাশা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী রশিক আলীর সভাপতিত্বে রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের সহসাধারণ সম্পাদক মো. লিটন মিয়ার সঞ্চালনায় কমিটি ঘোষণা পরবর্তী আলোচনা সভায় কুরআন তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য মাওলানা খাইরুল ইসলাম।

বক্তব্য রাখেন ট্রাস্টের পৃষ্ঠপোষক মাওলানা সৈয়দ মুছলেহ উদ্দিন ময়না, সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন ও সংগঠক কাওছার আহমদ তুলাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বী রজু আহমদ, ট্রাস্টের সহঅর্থ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক রাজ আলম, সহদপ্তর সম্পাদক আদিল মাহমুদ।

শেষে মোনাজাত পরিচালনা করেন রামপাশা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪