নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রায় ৬ ঘন্টার ব্যবধানে মারা গেছেন আপন দুই ভাই। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামে এ ঘটনা ঘটে।
দুই ভাই হলেন গ্রামের মৃত হবিব উল্লাহর ছেলে আবদুর রূপ (৭০) ও আবদুর রহমান (৬০)। দুজনেই বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
জানা যায়, ওই রাত সাড়ে ৮টায় মারা যান আবদুর রহমান। এরপর প্রায় ৬ ঘণ্টার মধ্যে রাত ২টার দিকে মারা যান তার বড় ভাই আবদুর রূপ।
এদিকে, শুক্রবার (১৫ মার্চ) বাদ জুম্মা বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে দুই ভাইয়ের জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।