বিশ্বনাথনিউজ২৪ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ উন্নয়নের মহাসড়কে থাকলেও, দীর্ঘ ১০ বছর ধরে সিলেট-২ আসনের মানুষ ছিলেন কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়েই ফিরবে সিলেট-২ আসনের মানুষের কাঙ্খিত উন্নয়ন। আরা সারা দেশে নৌকার বিজয়ের ফলে পুনঃরায় প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এতে অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া। তাই নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক নারী-পুরুষের সামনে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।
তিনি সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ও রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক বিশেষ বর্ধিত সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সভাগুলোতে বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানান এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উন্নয়নে পিছিয়ে পড়া জনপদকে অনেক এগিয়ে নিবেন।
উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন ও যুগ্ম সাধারণ সম্পাদক এম জাফর ইকবাল জুনেদের যৌথ পরিচালনায় এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পৃথক বর্ধিত সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, মকদ্দুস আলী, তপন দাস, আশিক আলী, আক্তার হোসেন জুনেদ, নাজমুল ইসলাম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান বদরুল, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।
উপজেলা দেওকলস ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ইউসুফ আলী, ১নং ওয়ার্ডের সভাপতি কদর আলী, ২নং ওয়ার্ডের সহ সভাপতি আব্দুল্লাহ, ৪নং ওয়ার্ডের সভাপতি বাবুল মিয়া, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি মুজিবুর রহমান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিলু মিয়া, আওয়ামী নেতা সেলিম উদ্দিন আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুহেল খান মেম্বার, বর্তমান সহ সভাপতি জামাল উদ্দিন মেম্বার।
উপজেলা দশঘর ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, ১নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত আলী, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শমসের আলী, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কুহিনূর মিয়া, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাল মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নন্দ লাল বৈদ্য, যুবলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জু, আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সহ সভাপতি শাহন আহমদ।
এসময় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।