নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকা কান্ডারী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। নৌকা বিজয়ী হলে মানুষ পুনঃরায় নিজের অধিকার ফিরে পাবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ডগুলো জনসম্মুখে তুলে ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে নৌকায় ভোট চাইতে হবে। নৌকার বিজয়ে পুনঃরায় প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বিনির্মিত হবে স্মার্ট বাংলাদেশ।
তিনি সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও নৌকার মাঝি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র সমর্থনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শানুর আলী জয়দু ও গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য।
এসময় জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন চেয়ারম্যান, হাজী হিরন মিয়া, সেলিম আহমদ, মোহাম্মদ আসাদুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ, সহ-প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যকরী সদস্য আকবর আলী, আনোয়ার আলী, শেখ আজাদ, কাউন্সিলর রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, এনামুল হক মেম্বার, নিজাম উদ্দিন, নাজমুল আলম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী, সদস্য আব্দুর রুশন চেরাগ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি,
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন রুপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা আফিয়া রশিদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রাসনা বেগম,
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা আব্দুল হক, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, সাদিকুর রহমান প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।