সিলেটের বিশ্বনাথে ‘প্রাণের সন্ধানে রক্তদান সংগঠন’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় শ্রেষ্ঠ শিক্ষক, মেধাবী শিক্ষার্থী, কোরআনে হাফেজ ও সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা দিয়েছে সংগঠনটি। শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার মিয়ারবাজারে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
সংগঠনের সভাপতি জাহির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী, মিয়ারবাজার আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক নজমুল ইসলাম চৌধুরী, জামিয়া ইসলামিয়া লহরী মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান মুন্সি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাভেল সামাদ, সংগঠনের উপদেষ্ঠা সুলতান খান, মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ও দুলাল আহমদ প্রমূখ।
সংগঠনের সদস্য নূর আলম ময়নার পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাবু শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ, চার বছরের কার্যক্রম উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আলী আহমদ।
অনুষ্ঠান শেষে সংগঠনের সর্বোচ্চ রক্তদাতা, জেলা শ্রেষ্ঠ শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও সদ্য কোরআনে হাফেজদের সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।