বিশ্বনাথ নিউজ ডেক্স:: সোমবার মিনা অবস্থানের মধ্যে দিয়ে চলতি বছরের হজ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার আরাফাত ময়দানে ফজরের পর হজ শুরু হবে।
কাবা চত্বরে মুখরিত হবে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে । বিশ্বের ১৬০টি দেশের ২০ লাখ মুসলমান আল্লাহ ঘরে হাজিরা দিতে মক্কায় এসেছেন। শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে ১২ জিলহজ (৩০ জুন) শেষ হবে এবছরের হজ ।
হজ অফিসের তথ্যানুযায়ী, সোমবার হজযাত্রীরা মিনায় অবস্থান করবেন, এটি পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা। বিশ্বব্যাপী হজযাত্রীরা পবিত্র হজ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এখন থেকে মিনার দিকে যাত্রা শুরু করেছেন।
বাংলাদেশ হজ অফিস এবং হজ আইটির সমন্বিত অগ্রবর্তী একটি দল মিনায় পৌঁছেছে। পরবর্তীতে তারা নিজেদের কার্যক্রম শুরু করবেন।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী হজ করতে গিয়েছেন। বাংলাদেশ বিমান, সৌদি আরব এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ার তাদের সৌদিতে পৌঁছে দিয়েছে ।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত শনিবার রাতে ফ্লাইনাস এয়ারের সৌদির ফ্লাইট মিনায় উদ্দেশ্যে ছাড়ে। এর মাধ্যমে চলতি বছরের হজের ফ্লাইটের সমাপ্ত হয়েছে। পরবর্তীতে ২ জুলাই থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। এ বছর মোট ৩২৫টি ফ্লাইট হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে।