Search
Close this search box.

বিশ্বনাথে স্বামী-স্ত্রীসহ ২৬৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতা করতে স্বামী-স্ত্রীসহ মোট ২৬৯ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৮ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনের দুই রিটার্ণিং কর্মকর্তা বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার ও গোয়াইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ২৬৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২৭, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ১টি ইউনিয়নে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী ছাড়া বাকী ২১ জন ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

স্বতন্ত্রের ব্যানারে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে আবার উপজেলার রামপাশা ইউনিয়নে ১ জন ও দেওকলস ইউনিয়নে ২ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। নির্বাচনে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি-জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করলেও নির্বাচনী মাঠে নেই জাতীয় পার্টির কোন নেতা।

অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৬০ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ ও সাধারণ সদস্য ৪৫) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, স্বতন্ত্র প্রার্থী পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি প্রবাসী আতিকুর রহমান লিটন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল আহমদ ও সংগঠক চেরাগ আলী।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৯ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৬৪ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১১ ও সাধারণ সদস্য ৪৮) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান, পরিষদের ২নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমাম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও সংগঠক শহীদ আহমদ।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ১১ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৪৭ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ ও সাধারণ সদস্য ৩৪) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন, যুক্তরাজ্য প্রবাসী হানিফ খান ও সংগঠক হেলাল আহমদ।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৪০ প্রার্থী (চেয়ারম্যান ৩, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৭ ও সাধারণ সদস্য ৩০) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন পলাশ, ক্রীড়া সংগঠক দয়াল উদ্দিন তালুকদার।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ১ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৫৮ প্রার্থী (চেয়ারম্যান ৯, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ ও সাধারণ সদস্য ৩৭) মনোননয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ফখরুল আহমদ মতছিন ও তার স্ত্রী মোছাঃ মমতাজ বেগম, পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ মেম্বার, পৌর জামায়াতের নায়েবে আমীর এইচএম আক্তার ফারুক, সাংবাদিক টুনু তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী ও প্রবাসী মোহাম্মদ এম আলী এনামুল হক, সংগঠক আলতাব আলী।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অবাদ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে দাবী করে বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই রিটার্ণিং কর্মকর্তা বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার ও গোয়াইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত