নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনে নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন অলংকারী ইউনিয়নে শাহ তাজুল ইসলাম মাইকেল, রামপাশা ইউনিয়নে আরব আলী, দৌলতপুর ইউনিয়নে ওয়াহাব আলী, বিশ্বনাথ ইউনিয়নে আবদুল জলিল হিরন ও দেওকলস ইউনিয়নে আবুল কালাম জুয়েল।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্বনাথ উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও প্রতিক বরাদ্দ ২৫ জুন।