নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সড়কে প্রাণ হারিয়েছেন সুরমান আলী (২৭) নামে এক যুবক। সোমবার (২২ মে) সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের জাহারাগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত সুরমান বিশ্বনাথ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের ছত্তিশ নোয়াগাঁও (দুর্যাকাপন) গ্রামের মৃত আনফর আলীর ছেলে এবং পেশায় স্বর্ণের কারিগর।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে সুরমান আলী তার ছোটভাই কাওছার আহমদের মোটর সাইকেলে চড়ে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন। পথিমধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের জাহারগাঁও গ্রাম এলাকায় আসামাত্র মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা দু’জনই পড়ে গিয়ে আহত হন। এরমধ্যে সুরমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিক হাসান জানান, ‘নিহতের ছোট ভাই কাওছার আহমদ চিকিৎসা নিয়ে ইতোমধ্যে বাড়িতে ফিরেছেন।’