Search
Close this search box.

‘বিশ্বনাথের মাদানিয়া মাদ্রাসার সামনে রাস্তা করতে দেওয়া হবে না’

মাদানিয়া মাদ্রাসা
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সামনে নতুন কোনো রাস্তা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। রবিবার (২১ মে) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অনঢ় অবস্থানের কথা জানায় তারা।

মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি কুচক্রিমহল মাদানিয়া মাদ্রাসার সামনের ভ‚মি দখল করার পায়তারা করে আসছে। কিন্তু মাদ্রাসার কারণে তারা বারবার ব্যর্থ হচ্ছে। বর্তমানে আমাদের স্বপ্নের বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি পেয়েছি। এই পৌরসভায় নানা সমস্যা রয়েছে। সেগুলোর সামাধান না করে হঠাৎ দেখা যায় গভীর রাতে মাদ্রাসার সামনে একটি রাস্তার কাজ শুরু করা হয়েছে। পরে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের তোপের মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজর আলী মাদ্রাসায় এসে অনেক বিনয় করে ওখানে রাস্তা করার অনুমতি চান। পরের দিন মুরব্বিরা বসে তাকে একটি সুযোগ দেন, পরিকল্পনার মাধ্যমে সড়ক ও জনপদের সড়কের পাশ দিয়ে ওই রাস্তা করার। কিন্তু মুরব্বিদের কথামত পরিকল্পনা ছাড়া রাস্তার কাজ শুরু করায় আবারও আমরা রাস্তার কাজ বন্ধ করে দিই। এ বিষয়ে প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা আমার কামনা করছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম ছমির, মাদানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আরকুম আলী, তাজ উদ্দিন, আলহাজ্ব শফিকুর রহমান, দাতা সদস্য মুহিবুর রহমান, মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী কাওছার আহমদ। বক্তব্যে তারা স্পষ্ট জানান, ‘মাদ্রাসার সামনে সওজের ভূমিতে কোনো রাস্তা করতে দেওয়া হবে না। তবে, সওজের উপস্থিতিতে বা আলোচনা সাপেক্ষে মাদ্রাসার স্বার্থরক্ষা করে কিছু করা হলে তাতে কোনো আপত্তি থাকবে না। সুষ্ঠু ও সঠিক প্লান ছাড়া ওখানে রাস্তা করে কাউকে নিজের স্বার্থ হাসিল করতেও দেওয়া হবে না।’

প্রসঙ্গত, সিলেটের বিশ্বনাথ উপজেলা এবং পৌর এলাকায় সড়ক ও জনপদের (সওজ) ভূমির উপরে পৌরসভার দেওয়া বরাদ্দে জনস্বার্থে একটি নতুন আরসিসি রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেন পৌর মেয়র মুহিবুর রহমানসহ পৌর কর্তৃপক্ষ। ১০ ফুট প্রশস্থের রাস্তাটি বাসিয়া নদীর তীর (রাজনগর-মোল্লারগাঁও) সড়ক হতে লাইটেস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যরে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা। সম্প্রতি রাস্তাটির কাজ শুরু করা হলে শুক্রবার (১৯ মে) বিকেলে ছাত্র-শিক্ষকদের সাথে নিয়ে তা বন্ধ করে দেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ। গত দু’দিন ধরে কাজটি বন্ধ রয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত