Search
Close this search box.

বিশ্বনাথে জায়গা দিয়ে দু’পক্ষের বিরোধ : ১৪৪ ধারা জারি

১৪৪ ধারা
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামপাশা রোডের পার্শ্বে মশুলা মৌজায় অবস্থিত ৬ শতক ভূমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এরি জের ধরে উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আব্দুর রজ্জাকের পুত্র সুরুজ আলী উরফে আফতাব আলী পক্ষে একই গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র আশিক উদ্দিন বাদী হয়ে জানাইয়া মশুলা গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র খলিল আহমদ, মিয়াজানেরগাঁও গ্রামের শাহ ছদর আলী উরফে শাহ রইছ আলীর পুত্র শাহ আনোয়ার আহমদ, শাহ মোশতাক আহমদ, শাহ জুয়েল আহমদ ও শাহ শহিদ আহমদকে অভিযুক্ত করে গত ১৫ মে সিলেট অতিরিক্ত জেলা ম্যোজিস্ট্রেট আদালতের একটি মামলা দায়ের করেন। বিবিধ মামলা নং-৪৪/২০২৩ ইং।

মামলার প্রেক্ষিতে আদালত শান্তি-শৃংখলা বাজায় রাখতে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করেন। একই সাথে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি)’কে নির্দেশ প্রদান করেন আদালত।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত