খেলার খবর ডেস্ক:: যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছিল। তবে এ মামলার বাদী ইসরাত জাহান আদালতে হাজির হননি। এ লক্ষ্যে আদালত সাক্ষ্য সংগ্রহের নতুন তারিখ নির্ধারণ করেছেন ১ জুন। এর আগে আদালতে হাজির হন আল আমিন। এ মামলায় তিনি জামিনে রয়েছেন ।
১ সেপ্টেম্বর, ২০২২-এ তার স্ত্রী ইসরাত জাহান ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে।
তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ৫ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন আদালত।