নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্যে সিলেটের বিশ্বনাথী মেয়ে ‘ফারহানা মিছবাহ তারানা’ ইউনিভার্সিটি অব এসেক্স এর এসেক্স বিজনিস স্কুল থেকে এবছর এমএসসি একাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজমেন্টে মাষ্টার ডিগ্রি অর্জন করেছে। এর পূর্বে ফারহানা মিছবাহ তারানা একই ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স বিজনেস ম্যানেজমেন্টে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
মেধাবী ওই শিক্ষার্থী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, কলচেষ্ঠার ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মস্কের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের চেয়ারম্যান, হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পৌর এলাকার বৈদ্যকাপন গ্রামের কৃর্তি সন্তান মিছবাহ উদ্দিন ও সাফিয়া খাতুন দম্পতির ২য় মেয়ে।
ফারহানা মিছবাহ তারানা’র গর্বিত পিতা মিছবাহ উদ্দিন এক প্রতিক্রিয়ায় জানান, মেয়ের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা গর্বিত। পুরো পরিবারসহ আত্বীয়-স্বজন তার ফলাফলে খুশি। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া-আর্শীবাদ কামনা করেছেন।