Search
Close this search box.

বিশ্বনাথে ‘৬ষ্ট সুহেল আহমদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

ফুটবল টুর্নামেন্ট
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মাঠে গড়িয়েছে ‘৬ষ্ট সুহেল আহমদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। শনিবার (৪ মার্চ) বিকেলে পৌরসভার কারিকোনা গ্রামের পূর্বের মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের আসরে অংশ নিচ্ছে সিলেট জেলার ১৬টি ফুটবল ক্লাব।


কারিকোনা গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তি মফিজুর রহমানের সভাপতিত্বে কারিকোনা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘সুনাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে নেতিবাচক চিন্তাভাবনা ও কাজ থেকে দুরে রাখে। পাশাপাশি, সুস্থ জীবন-যাপনে সহায়ক ভূমিকা পালন করে।’


কারিকোনা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের এই আসরের উদ্বোধন করেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিকোনা গ্রামের মুরব্বী সিরাজ আলী, মতছির মিয়া, আমির আলী, মুক্তার আহমদ চৌধুরী, গৌছ আলী, ফিরোজ মিয়া, মর্তুজ আলী বেলন, কলমদর আলী, ইলিয়াস আলী, আবদুল মতিন, জহুর আলী, আবুল কালাম আজাদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বর্তমান কমিটির সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আক্তার আহমদ সাহেদ, মশাহিদ আলী, বিশ্বনাথ পৌর ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোহাম্মদ সুমন।


এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য জুনাব আলী, আবদুল কাইয়ুম, আবদুল লতিফ, মামুন আহমদ, মোহাম্মদ আলী, জয়নাল আহমদ, আবদুস ছালেক, শিমন তালুকদার, শাহিন আহমদ, খলিলুর রহমান, আখলিছ আলী, রোপন আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, এনাম আহমদ, বাবুল মিয়া, আতিকুর রহমান, শওকত আলী, ফজলু আহমদ, আশিক আলী, কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সদস্য রিপন তালুকদার, আনহার মিয়া, আফছর মিয়া, খালেদ আহমদ, রুমন মিয়া, নাঈম মিয়া, শরিফ আহমদ, তামজিদ, সামস শাওন, জাবেদ আহমদ, ছমক আলী, আবদুল বাছিত, মারুফ আহমদ, ইমন আহমদ প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে শাহ সুলতানপুর স্পোর্টিং ক্লাব থানাগাঁওকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে এভারগ্রীন ফুটবল ক্লাব জাঙ্গাইল। ম্যাচে ধারাভাষ্য দেন একেএম তুহেম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত