বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে সুইড বাংলাদেশের উদ্যোগে তিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সার্টিফিকেট বিতরণ করা হয়
বিশ্বনাথ এইট ইউকে’র সাধারণ সম্পাদক এসআই খানের সভাপতিত্বে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউবি) জহুরা বেগম, বিশিষ্ট সমাজসেবক এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স বিশ্বনাথ শাখার সাংগঠনিক ইন চার্জ হালিমা বেগম, মানবতার ঘর সিঙ্গেরকাছ বাজারের পরিচালক ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কামরান আহমদ, আমিনা বেগম, শাহানা বেগম, শিল্পী বেগম প্রমুখ।