Search
Close this search box.

হাজী মদরিছ আলী একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

একাডেমির
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘হাজী মদরিছ আলী ফাউন্ডেশন’র উদ্যোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার সোনালী বাংলাবাজারে ‘হাজী মদরিছ আলী একাডেমি’র নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


হাজী মদরিছ আলী একাডেমির প্রতিষ্ঠাতাকালিন সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, প্রকৌশলী পরিমল দেবনাথ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আক্তার হোসেন শেখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ কবির, হাজী মদরিছ আলী একাডেমির অভিভাবক সদস্য হারুনুর রশিদ, বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, সংগঠক দিলাল মিয়া, কাওছার আহমদ, জাহানুর মিয়া প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল আসলাম আলী।


সভায় বক্তারা বলেন, ‘২০০৫ সালে একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার শিক্ষার উন্নয়নে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের কল্যাণেই আজ শিক্ষার আলো পাচ্ছেন অনেকেই। আর্থ-সামাজিক উন্নয়নে ফাউন্ডেশন যে কাজ করে যাচ্ছে, সত্যিই তা প্রশংসার দাবী রাখে।’
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুল হক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত