বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২৬তম নক-আউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন-বিদায়সুলপানি সংলগ্ন মাঠে উদ্বোধন হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র রফিক হাসান উদ্বোধনী খেলায় পুষ্পকলি স্পোটিং ক্লাব ৫ উইকেটে নবদিগন্ত ক্রিকেট ক্লাবকে হারিয়ে নিজের শুভ সূচনা করেছে।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আরব শাহ’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক সুমন মিয়া, রফিক মিয়া, শেপু চৌধুরী, শাহজাহান আলী, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।