Search
Close this search box.

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কনস্ট্রাকশন কাজের সূচনা

ওয়ান পাউন্ড হসপিটাল
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথের প্রস্তাবিত ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে হসপিটালের নিজস্ব মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন জামেয়া মাদানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ। কনস্ট্রাকশন কাজের সূচনা উপলক্ষ্যে দোয়া মাহফিলে পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ও ওয়ান পাউন্ড হসপিটাল বাংলাদেশ চাপ্টারের চেয়ারপারসন মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, ‘ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠা হলে পরে এতদঞ্চলের গরীব রোগীরা বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পাবেন। এই হসপিটালের জন্যে আমার সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। হসপিটাল কর্তৃপক্ষ যে কোন প্রয়োজনে আমাকে ডাক দিলে, সেই ডাকে সাড়া দেব।’

ওয়ান পাউন্ড হসপিটালের সেক্রেটারি জেনারেল ও টাওয়ার হ্যামলেটস্’র সাবেক স্পিকার মোহাম্মদ আয়াছ মিয়া এবং হসপিটালের অন্যতম ট্রাস্টী (প্রেস এন্ড মিডিয়া) ও টাওয়ার হ্যামলেটস্’র সাবেক কাউন্সিলর কবি-গীতিকার শাহ সুহেল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা ভ‚মি কর্মকর্তা আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উপদেষ্টা সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক,

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সুমন, আমেরিকা প্রবাসী মনির আহমদ, হসপিটালের প্রথম ফাউন্ডার মেম্বার সমুজ আলী, হসপিটালের উপদেষ্টা সদস্য ফারুক আহমদ, শেখ মনির মিয়া, ফাউন্ডার সাংবাদিক রহমত আলী, মোহাম্মদ আলী ছালেক, এম এ হক, সামছু মিয়া লয়লুছ, মাহবুব মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ শাহ মস্তাব আলী, ব্যবসায়ী শেখ সালামত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,

হসপিটালের চীফ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বেলাল আহমদ, সংগঠক আসাদুজামান নূর আসাদ, রুমেল আলী, শাহ জামাল, মিরাজ আলী, ওয়ান পাউন্ড হসপিটাল ঢাকার কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম দুলাল, মেডিকেল কো-অর্ডিনেটর ডা. শেখ সাবিহা নাসরিন ইভা, ডা. এম এ কদ্দুছ চৌধুরী। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সিইও ডা. মো. শানুর আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, সংগঠক শেখ আজাদ, আবদুস সালাম চৌধুরী আক্তার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, মাওলানা শহিদুর রহমান, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সোহেল, আবদুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মশাহিদ আলী, সিলেট-২ আসনের সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব, সংগঠক মাওলানা হাসান বিন ফাহিম, স্বেচ্ছাসেবী শেখ সানজিদাহ শারমিন সিভা, সংগঠক শেখ ফজর রহমান, দয়াল উদ্দিন তালুকদার, বাবুল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত