AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে বিদুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২৯ - ২০২৩ | ৬: ৫৩ অপরাহ্ণ

বিদুৎস্পৃষ্ট

নিজযস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে বিদ্যুতের মূল লাইন থেকে অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চম্পু দেব সোহাম (২৩) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামে ঘটনাটি ঘটে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি চম্পু ওই গ্রামেরই কালাচাঁন দেবের কনিষ্ট ছেলে।

চম্পু দেবের বড়ভাই পঙ্কজ দেব ও স্থানীয় ইউপি সদস্য বখতিয়ার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাতের বেলা গ্রামের যুবকেরা একটি বৈদ্যুতিক খুঁটি লাগোয়া জমিতে ছোট পরিসরে ফুটবলের আয়োজন করেন। সেই খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চম্পু। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরো সংবাদ