AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জে ব্রোঞ্জ পদক পেলেন বিশ্বনাথের সালমান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২২ - ২০২২ | ২: ৩৬ অপরাহ্ণ

ব্রোঞ্জ পদক

নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতা-২০২২ এ ব্রোঞ্জ পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আবু শহীদ সালমান। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মকদ্দুছ আলীর ছেলে এবং সমাজসেবামূলক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক।


আবু শহীদ সালমান ছাড়াও, ওই প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের আরও ৮ শিক্ষার্থী।
প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৯২টি দেশের ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরো সংবাদ