Search
Close this search box.

বিজয় দিবসে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ অস্বচ্ছল মানুষের মাঝে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। যুক্তরাজ্যের স্বনামধন্য রেস্টুরেন্ট তিতাস তান্দুরী লিমিটেড পুরো অনুষ্ঠানটির অর্থায়ণ করে।


রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মাওলানা আবদুল ওয়াদুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলতাব হোসেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল হক, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদ আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওসার আহমদ, মদীনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হেলাল আহমদ।


বক্তারা বলেন, ‘মহামারী করোনাকালে ও বিগত বন্যার সময়ে বিশ্বনাথের বিভিন্ন এলাকায় নিরলস কার্যক্রম চালিয়ে মানুষজনের পাশে দাড়িয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন। তারা সবসময় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। আমরা অর্থসহায়তাসহ যেকোনো সহযোগিতা নিয়ে রেসকিউ লাইফের মানবিক কাজে তাদের পাশে আছি, পাশে থাকবও।’


অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহসভাপতি নজির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি নজির আহমদ, মোহাম্মদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহি আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পি মালাকার, ইফতেকার হোসেন লিমন, অর্থ সম্পাদক জাহিদুর রহমান নাবিল, সহঅর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহপ্রচার সম্পাদক অমিত পাল, বাপ্পি দেব রিপন, সহরক্তদান বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ, সহঅফিস সম্পাদক সোহাগ মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আফজাল হোসাইন, সহশিক্ষা বিষয়ক সম্পাদক অভিজিৎ পাল, রেসকিউ লাইফ ব্লাড সোসাইটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সাগর আলী, সদস্য শাওন আহমেদ, রুহান আহমেদ, জয় পাল, জীবন পাল, শামিম আহমেদ, তামজিদ আহমেদ, শুভজিৎ দত্ত দীপ্র, রাহুল কুমার দাস সজীব প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত