AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১২ - ২০২২ | ৮: ২০ অপরাহ্ণ

আইন শৃংখলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা, রামপাশা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে সওজের চলমান জায়গা দখল রোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, সরকারি টিউবওয়েল (গভীর নলকূপ) গরীব জনসাধারণের পরিবর্তে প্রবাসী ও বিত্তবানদের পরিবারের মাঝে বরাদ্ধ দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহন এবং বিগত সময়ে স্থানীয় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাদ্ধ দেওয়া টিউবওয়েল যথাযথ নিয়ম মেনে প্রকৃত ব্যক্তিদেরকে বরাদ্ধ দেওয়া হয়েছে কি না অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনের জোর দাবী জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আছমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু,

সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া দাখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুমান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিযশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি এমি বেগম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

আরো সংবাদ