Search
Close this search box.

আগামী তিন দিনের ভেতর কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত

আজকের আবহাওয়ার সর্বশেষ খবর

আজকের আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, আগামী ৩দিনের ভেতর কমতে পারে তাপমাত্রা বাড়তে শীত। সংস্থাটি আরো জানিয়েছে  আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

রোববার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে এটি ছিল ১১.৮সি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ সি ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭.৬সি ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

আজকের আবহাওয়ার খবর, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, চলতি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃতি বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত।

কমতে পারে তাপমাত্রা

আজের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে  বলেন, সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আপাতত সারাদেশের আবহাওয়া শুষ্ক ও মেঘলা থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে

আরও খবর