নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ইতিহাস গড়ে নবনির্বচিত প্রথম মেয়র মুহিবুর রহমানসহ পৌরসভার ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিল ও ৮ জন কাউন্সিলর শপথ গ্রহন করেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বরে) সকাল সাড়ে ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, জনগণ আপনাদের উপর যে দায়িত্ব অর্পন করেছে সেই দায়িত্বগুলো সততা ও নিষ্টার সাথে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। পরিশেষে তিনি বিশ্বনাথ পৌরবাসীকেও ধন্যবাদ জানান।
মেয়র মুহিবুর রহমানের সাথে নবনির্বাচিতদের মধ্যে শপথ গ্রহন করেন পৌরসভার ১নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, ২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাসনা বেগম, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লাকী বেগম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন, ৪নং ওয়ার্ডের কাউন্সিল মুহিবুর রহমান বাচ্চু, ৫নং ওয়ার্ডের কাউন্সিল রফিক মিয়া, ৬নং ওয়ার্ডের কাউন্সিল বারাম উদ্দিন, ৭নং ওয়ার্ডের কাউন্সিল জহুর আলী এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিল শামীম আহমদ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন মুহিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীকে পান ৩ হাজার ২৬৩ ভোট। মুহিবুর রহমান এরপূর্বে ১৯৮৫ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে আরও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।ৎ