নিজস্ব প্রতিবেদক :: ফুটবল বিশ্বকাপের উম্মাদনায় ফুটবল প্রেমীরা। বিশ্বকাপে যদিও বাংলাদেশ নেই তবুও এই ফুটবল আসরকে কেন্দ্র করে বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমিরা আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন জানিয়ে মেতে উঠেন উম্মাদনায়। এর সাথে রয়েছেন ইংলেন্ড, জার্মানীসহ বিভিন্ন দেশের কিছু সমর্থকও।
প্রতিবারই নিজেদের পচন্দের দেশগুলোকে নিয়ে বিভিন্ন সড়ক, বাসা বাড়িতে পতাকা প্লেকাড, ফেস্টুন ও ব্যানার টানিয়ে উম্মাদনায় মেতে উঠেন ফুটবল প্রেমিরা। তেমনি এবার বিশ্বনাথের এক সৌদি আরব ভক্ত নিজ বাড়িসহ প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে দেশটির পতাকা দিয়ে সাঁজিয়েছেন। বাতাসে দুলছে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে সৌদি আরবের পতাকা। তার এমন আয়োজন নজর কাড়ছে সকলের।
বিশ্বকাপ ফুটবলে এই প্রথম বিশ্বনাথ উপজেলায় সৌদি আরবের পক্ষে এমন আয়োজন করে এলাকায় আলোচনায় রয়েছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুস শুকুর।