Search
Close this search box.

নারায়ণগঞ্জ ট্যাঙ্কার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ ট্যাঙ্কার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

বিশ্বনাথনিউজ২৪:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে তেলের জাহাজে কাজ  করার সময় ট্যাঙ্কার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম নূর জামাল (২৯) সে রাজধানী দোহার উত্তর শিমুলীর জাফর বেপারীর ছেলে।

আজ বুধবার  সকালে  উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রূপগঞ্জের ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহাবুব আলম এক প্রত্যক্ষদর্শীর শুনা তথ‌্যে  বলেন, কয়েকজন শ্রমিক তেলের ট্যাঙ্কার মেরামত করছিলেন মুরাপাড়ার দড়িকান্দি এলাকায় কিংফিশার নামের একটি ডকইয়ার্ডে  । জাহাজের মধ‌্যে তেলের চারটি খালি চেম্বার ছিল। সকালে  ওয়েল্ডিং এর কাজ করা কলিন অবস্থায় হঠাৎ প্রচন্ড শব্দ করে  বিস্ফোরণটি ঘটে।

এসময় এক শ্রমিক তেলের  ট্যাঙ্ক এর ঢাকনাসহ উল্টে  শীতলক্ষ্যা নদীতে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি আরো জানান।

আরও খবর