Search
Close this search box.

বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিদগ্ধ মঈনুল ইসলাম (২৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে একই হাসপাতালে ৬দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (২৮ মার্চ) মারা যান মঈনুল ইসলাম মা অগ্নিদগ্ধ দিলালা বেগম (৬০)।

গত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে এতে অগ্নিদগ্ধ হন মঈনুল ইসলাম (২৬), তার মা দিলারা বেগম ও ভাই ফয়সল আহমদ (২৩)। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন মঈনুল ইসলামের পিতা ওয়ারিছ আলী (৭০) এবং প্রতিবেশী নাঈম আহমদ (১৭) ও কামরান মিয়া (২২)। ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অগ্নিগদ্ধ দিলারা বেগম, মঈনুল ইসলাম ও ফয়সল আহমদকে তাৎক্ষনিকভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে দিলারা বেগম এবং পরবর্তীতে তার পুত্র মঈনুল ইসলামের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ ফয়সল আহমদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও খবর