AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নভেম্বরের শেষে জেঁকে বসতে পারে শীত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৩ - ২০২২ | ৩: ৫০ অপরাহ্ণ

নভেম্বরে শেষে জেঁকে বসতে পারে শীত

বিশ্বনাথনিউজ২৪:: এবার নভেম্বরের শেষে জেকেঁ বসতে পারে শীত কারন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের  ফলে এবার  শুরুতে সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।

বিগত সপ্তাহে বঙ্গোপসাগরে বয়ে যাওয়া সুস্পষ্ট লঘুচাপটির  কারণে বাতাস ঠাণ্ডা হতে শুরু করেছে।

আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু  উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে।

অধিদফতর আরও জানিয়েছে যে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বিস্তৃতি বিহার ও এর পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত।

রবিবার সকালে ২৪ ঘন্টার পূর্বাভাস অনুসারে, সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

বিশেষজ্ঞদের ধারনা, নভেম্বরেই বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ  তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটি লঘুচাপ  ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও  তারা মনে করেন যার ফলে নভেম্বরের শেষে জেঁকে বসতে পারে শীত।

জানুয়ারী শীতলতম মাস হলেও এবার আবহাওয়া চক্র অকাল শরি হয়েছে। ফলে নভেম্বরের মাঝামাঝিতে শীত নামবে। আর জাঁকিয়ে বসবে ডিসেম্বরের মাঝামাঝিতে। আগামী মাসের ম‌ধ‌্যবর্তি একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে মনে করছে তারা।

Aminul Haque scaled