AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সাগরে সুস্পষ্ট লঘুচাপ দেখা যাচ্ছে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১১ - ২০২২ | ২: ১৭ অপরাহ্ণ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ দেখা যাচ্ছে

বিশ্বনাথনিউজ২৪:: বঙ্গোপসাগরে তৈরী হওয়া লঘুচাপটি  শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে রুপান্তর হয়েছে। বাংলাদেশ থেকে দেখা সুস্পষ্ট লঘুচাপটি শ্রীলঙ্কার কাছে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভারতের তামিলনাড়ু ও চেন্নাই উপকূল দিয়ে আরব সাগরের দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, বাংলাদেশের ওপর সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবের কোনো আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মালিক জানান, শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, সারাদেশে আংশিক মেঘলা আবহাওয়াসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও আগামী কাল সকালে  হালকা কুয়াশা দেখা যেতে পারে।

আরো সংবাদ