Search
Close this search box.

ঢাকায় বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু

ঢাকায় বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু

বিশ্বনাথনিউজ২৪:: আজ থেকে মিরপুর রুটে ৩০টি কোম্পানির বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে । উদ্বোধনী দিনে এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, এর ফলে যাত্রী ও সহকারীর মধ্যে ঝগড়া কম হবে।

মিরপুর-২ জেলার বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আশরাফ হোসেনের বলেন প্রতিদিন আমার বাসের ভাড়া নিয়ে নিয়ে বাসের সহকারীদের সাথে ঝগড়া করতে হত। বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করার পর আশা করি সেটা আর হবে না।

কাজীপাড়ার বাসিন্দা কাজল রায়ের মতে, ই-টিকেটিং ভালোভাবে পরিচালিত হলেও বাসটির অবস্থা ভালো নয়। ঢাকার সড়কে চলাচলকারী বাসগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে।

শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ আজ থেকে মিরপুর রুটের সববাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ঢাকায় মোট ৬০টি কোম্পানির বাস ই-টিকিট দিয়ে চলাচল করবে। ২৮ ফেব্রুয়ারি থেকে, এটি ৯৭-এ পৌঁছাবে।

এতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও এর শহরতলির ৫,৬৫০টি বাসে ই-টিকেটিং থাকবে।

আরও খবর