AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আশুলিয়া এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১২ - ২০২২ | ১: ১১ অপরাহ্ণ

আশুলিয়া এক্সপ্রেসওয়ের উদ্বোধন

বিশ্বনাথনিউজ২৪:: আজ ২৪ কিলোমিটার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সাভারের আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডে আয়োজিত আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ভিডিও কনফারেন্সের মাধ্যোমে উদ্বোধন করেন।


এটি সম্পন্ন হলে, হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সাথে সংযুক্ত করবে এবং রাজধানী থেকে দ্রুত প্রবেশ ও বের হওয়া নিশ্চিত করবে। এটি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী পর্যন্ত সংযুক্ত হবে।


উত্তরবঙ্গ সহ ৩০টি জেলার চার কোটিরও বেশি মানুষ এক্সপ্রেসওয়ে থেকে উপকৃত হবে কারণ এটি মানুষ এবং পণ্য চলাচলকে সহজ এবং দ্রুত করবে।


প্রকল্পের মোট ১৭,৬৫৩.৪ কোটি টাকা ব্যয়ের সর্বোচ্চ তহবিল দেবে চীন।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানসহ সংশ্লিষ্টরা অনুষ্টানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ