AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জেল হত্যা দিবস উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৯ - ২০২২ | ১১: ৫৬ অপরাহ্ণ

জেল হত্যা দিবস উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের সভা

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে হত্যা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গত ৬ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় নেতাদের হত্যার নিন্দা জানান এবং ভবিষ্যতে যাতে এধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান। একই সাথে দিনটি সরকারী ভাবে শোক পালনের আহবান জানানো হয়।

লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, ১৫ই আগেস্ট বঙ্গবন্ধুকে হত্যা আর ৩ নভেম্বর জেলে জাতীয় ৪ নেতাকে হত্যা একই সূত্রে গাঁতা। এটি স্বীধনতা বিরোধী অপশক্তির কাজ। সরকারীভাবে জাতীয় জেল হত্যা দিবস পালন করতে প্রবাসীদের দাবীর প্রতি সমর্থন জানান। তিনি তার বক্তব্যে নিজ এলাকা লামাকাজী ব্রিজ থেকে টোল আদায় বন্ধ করতে প্রবাসীদের দাবীর প্রতিও সমর্থন জানান এবং দ্রুত প্রদক্ষেপ নিতে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, শ্রম বিষয়ক সম্পাদক এস এম সুজন, লন্ডন মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আনহার মিয়া, ইলিয়াস মিয়া, আব্দুল আলী রৌপ, শফিক আহমদ, সৈয়দ এহসান আহমদ, যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, সাংগঠনিক সম্পাদক জামান সৈয়দ নাসের, দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক সায়েক আহমদ, ত্রান ও কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, সদস্য সাবেক ওসি আহবাব মিয়া, সৈয়দ গোলাব আলী, আংগুর আলী, সামসুদ্দিন আনোয়ারী,

জগন্নাথপুর উপজেলার পাঠলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক কাউন্সিলার আয়ুব করম আলী, কমিউনিটি নেতা লাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, সহ সভাপতি আহবাব মিয়া, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, যুবলীগ নেতা সাকলাইন আহমদ, আনোয়ার কামাল দুলাল, প্রজন্ম ৭১ এর সভাপতি বাবুল হোসেন বাবুল, কমিউনিটি নেতা আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, যুবলীগ নেতা আনোয়ার খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পীর বখতিয়ার।

আরো সংবাদ