বিশ্বনাথনিউজ২৪:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুরের বিভাগীয় গণ-সমাবেশ মাঠে কয়েক হাজার নেতাকর্মী জুমার নামাজ আদায় করেছেন । নামাজ আদায় শেষে সমাবেশ সফলের জন্য সবাই দোয়া করেন।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণ-সমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ জানান, গত রাতে অনেক নেতাকর্মী সমাবেশ মাঠে রাত কাটিয়েছেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজও বহু মানুষ বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে ।
এ ছাড়া সমাবেশের একদিন আগে থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে হরতাল থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস, ছোট ট্রাকে করে সভাকক্ষে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে যারা চলে এসেছে, তাদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকে সমাবেশে রয়েছেন। কেউ খাবার, বিছানা, পানি নিয়ে এসেছে। বাকিদের জন্য সমাবেশ মঞ্চের কাছে রান্নার ব্যবস্থা করা হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।